চাকুরী

জাপানে কর্ম ভিসার পরীক্ষায় বিদেশী ৩৪৭ জন উত্তীর্ণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: শ্রমিক সংকট সহজীকরণের লক্ষ্যে জাপানে চালু করা নতুন একটি ব্যবস্থার আওতায় কর্ম-ভিসার জাপানি পরীক্ষায় ৩শ ৪৭জন বিদেশী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবারে (২১ মে) গতমাসে শুরু হওয়া পরীক্ষাগুলোর প্রথম ফলাফল প্রকাশিত হয়।

৪শ ৬০জন বিদেশী পরীক্ষার্থীর মধ্যে ৩শ ৪৭ জন বা প্রায় ৭৫ শতাংশ পরীক্ষার্থী রেস্তোরা শিল্পে কাজ সংশ্লিষ্ট ভিসার পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।

তাদের জাপানি ভাষা দক্ষতা পরীক্ষার ফলাফল সাপেক্ষে সবচেয়ে দ্রুত হলে জুলাই মাস থেকে উত্তীর্ণ এই পরীক্ষার্থীরা কাজ শুরু করতে পারবেন। আগামী পাঁচ বছরে ঐ শিল্পে ৫৩ হাজার পর্যন্ত বিদেশী কর্মী নেয়ার পরিকল্পনা করছে সরকার।

গতমাসে রেস্তোরা শিল্পের চাকুরী প্রার্থীর সংখ্যা প্রথম দিনের আবেদন সময়েই পরীক্ষার জন্য নির্ধারিত আসনের চাইতে প্রায় ৩ গুন বেশি হয়।

১ লক্ষ ৪০ হাজারের বেশি বিদেশী ইতিমধ্যেই রেস্তোরা শিল্পে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Close
Close