বিশ্বজুড়েরাজস্বশিল্প-বানিজ্য

জাপানে সহজ হচ্ছে বিদেশী বিনিয়োগ আইন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিদেশী কোম্পানির বিনিয়োগ সহজ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জাপান। তবে কিছু নিয়মাবলী কঠোর করা হবে বলেও ইঙ্গিত দেয়া হয়। কিছুদিনের মধ্যে সংসদে উত্থাপিত হতে যাওয়া খসড়া একটি বিলে এইসব পরিবর্তন অন্তর্ভুক্ত আছে।

জাতীয় নিরাপত্তার উপর বড় ধরণের হুমকি নয় বলে বিবেচিত ঘটনার বেলায় প্রক্রিয়া শিথিল করা হবে। বিদেশী বিনিয়োগকারীদের আগাম নোটিশ দেয়ার প্রয়োজন আর হবে না।

বিমান চলাচল,পরমাণু ও অন্যান্য শিল্পের তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ১০ শতাংশ মালিকানা গ্রহণের লক্ষ্য ধরে নেয়া জাপানের বাইরের ব্যবসার বেলায় এটা বর্তমানে প্রযোজ্য।

জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত উচ্চ পর্যায়ের প্রযুক্তির দেশের বাইরে চলে যাওয়া বন্ধ করতে এই প্রয়োজনীয়তা প্রবর্তন করা হয়।

সরকার একই সাথে সংবেদনশীল ক্ষেত্রে কর্মরত কোম্পানির ব্যবস্থাপনায় অংশগ্রহণে ইচ্ছুক বিনিয়োগকারীদের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে তোলার পরিকল্পনা করছে।

কমপক্ষে ১ শতাংশ মালিকানা গ্রহণের পরিকল্পনা বিনিয়োগকারীদের থাকলে নোটিশ প্রদানের আহ্বান এদের প্রতি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close