শিক্ষা-সাহিত্য

জাবিতে ২য় দিনের মতো অবরোধ কর্মসূচী চলছে

জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ২য় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দূর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে এই প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। প্রশাসনিক ভবন অবরোধ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

অন্যদিকে, প্রশাসনিক ভবন অবরোধের ফলে প্রশাসনিক ভবনগুলোতে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে এসব ভবনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোন ক্লাস-পরীক্ষা শুরু না হলেও ধর্মঘটের আওতামুক্ত রয়েছে পূর্ব নির্ধারিত সকল বিভাগের ফাইনাল পরীক্ষাগুলো। অন্যদিকে, উপাচারয পন্থী শিক্ষকরা উপাচারয়ের বিরুদ্ধ আনিত দূর্ণীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিশ্ববিদ্যালয়ে জন-সংযোগ করবে বলে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close