শিক্ষা-সাহিত্য

জাবি ভিসির সংবাদ সম্মেলন (ভিডিও সহ)

জাবি প্রতিবেদক: আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক তাই পদত্যাগ করার কোন সুযোগ নেই বলে আবারো জানালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম এসময় আরও বলেন, আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা যেতে পারে সেটা কোন তৃতীয় পক্ষের মাধ্যমেও হতে পারে। আন্দোলনকারীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সাংঘর্ষিক কোন পদক্ষেপ নেবে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেটা তিনি মেনে নেবেন।

এসময় তিনি উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচার কারীদের বিরুদ্ধে প্রয়োজন হলে মানহানি মামলা করবেন বলেও জানান। এদিকে আজ থেকে দুর্গাপুজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। দুর্গাপুজা শেষে ক্যাম্পাস আগামী ১৪ অক্টোবর খোলা হবে।

উল্লেখ্য দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে অবরোধ বিক্ষোভ ও ধর্মঘটসহ নানা কর্মসুচী পালন করে আসছে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

ভিডি দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close