দেশজুড়েপ্রধান শিরোনাম

জয়বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঐতিহাসিক ৭ই মার্চের জয়বাংলা কনসার্টে প্রথমবারের মতো যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ বছর ধরে ৭ মার্চ উপলক্ষে কনসার্টটি হয়ে আসছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের- সিআরআই প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে এ কনসার্ট আয়োজন করা হয়।

তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’র উপলক্ষে এবারের আয়োজন পেয়েছে নতুন রঙ।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা। সেখান থেকে কনসার্ট স্থলে যান তিনি।

আর্মি স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে স্থাপিত ভিআইপি গ্যালারিতে তাকে বসে থাকতে দেখা যায়। এ সময় তার সঙ্গে গ্যালারিতে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক।

Related Articles

Leave a Reply

Close
Close