দেশজুড়েভ্রমন

৮ জুন পর্যন্ত সুন্দরবনে ‘রেড এ্যালার্ট’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষা ও ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে সর্বোচ্চ সর্তকতা ‘রেড এ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।

এছাড়া সুন্দরবনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা, সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে হয়েছে। ঈদের সরকারি ছুটির শেষ দিন (৮ জুন) পর্যন্ত এই রেড এ্যালার্ট বহাল থাকবে।

রোববার (২ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-ট্যুরিষ্টদের ঢল সামাল দিতে, পেশাদার চোরা শিকারি ও মৌসুমি শিকারি প্রবেশ-বন্যপ্রানী পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে।

১৮৭৫ সাল থেকে সংরক্ষিত সুন্দরবনের আয়তন হচ্ছে ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার। বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সংরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। বাংলাদেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশী হচ্ছে সুন্দরবন।

Related Articles

Leave a Reply

Close
Close