দেশজুড়ে

টাঙ্গাইলে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ৪৯৭ বোতল ফেন্সিডিল ও ১টি পাথর ভর্তি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (২১ আগস্ট) ভোরে জেলার মির্জাপুর থানাধীন বাওয়ার কুমারজানী এলাকা হতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার ও উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার মতিহার থানার শ্যামপুর পশ্চিম পাড়ার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান মিন্টু (৩২) ও একই এলাকার মোঃ আলম শেখের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪২)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ একটি পাথর ভর্তি ট্রাক সীমান্তবর্তী জেলা চাঁপাই নবাবগঞ্জ হতে রওয়ানা হয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন বাওয়ার কুমারজানী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯৭ বোতল ফেন্সিডিল ও ০১টি পাথর ও খালি ড্রাম ভর্তি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় চাঁপাই নবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকা ও গাজীপুর জেলা সহ বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মেজর শিবলী মোস্তফা।

Related Articles

Leave a Reply

Close
Close