দেশজুড়ে

টাঙ্গাইলে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন ও কতিপয় বিষয় সংস্কারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেলার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সরকারি এম, এম, আলী কলেজের তৃতীয় বর্ষ রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হোসেন, সরকারি সা’দত কলেজের তৃতীয় বর্ষ গণিত বিভাগের শিক্ষার্থী আবু আহমেদ শেরশাহ, মাহাতাব, ফারিহা, এম, এম, আলী কলেজের পদার্থ বিভাগের মনিরুজ্জামান প্রমুখ।

মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন করতে হবে। কলেজগুলোতে নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স ও গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে। মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাস রুম সংকট দূর করতে হবে। প্রতিটি কলেজ সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদ্ধতি চালু কররতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close