দেশজুড়ে

টানা ৮ দিন পর বান্দরবানে সড়ক যোগাযোগ স্বাভাবিক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টানা আট দিন বন্ধ থাকার পর বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে পাহাড়ধসের কারণে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে সড়কে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শহরের বাসস্ট্যান্ড ছেড়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজারসহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো।

এদিকে পাহাড়ধসে সড়ক বিধ্বস্ত হওয়ায় রুমা উপজেলার সঙ্গে জেলা সদর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তিন দিন ধরে।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ দাস ঝুন্টু বলেন, বন্যায় প্রধান সড়ক ডুবে সারা দেশের সঙ্গে বান্দরবানের ৮ দিন সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সড়কের পানি নেমে যাওয়ায় ৯ দিনের মাথায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকালে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close