আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে বাবার সাথে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে ইব্রাহিম খলিল মাহাদী নামের ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল ত্রীমোড় এলাকার দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল মাহাদী বাংলাদেশ পুলিশের উত্তরখান থানার সাব-ইন্সপেক্টর ফজলুর রহমানের ছেলে। ফজলুর রহমান আশুলিয়ার কুটুরিয়ার নিক্কন হাউজিং এ পরিবার নিয়ে বসবাস করতেন। ইব্রাহিম আশুলিয়া শ্রীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

পুলিশ জানায়, শ্রীপুর মাদ্রাসা থেকে সকালে মোটরসাইকেল যোগে ইব্রাহিমকে নিয়ে ইব্রাহিমকে নিয়ে কুটুরিয়ার বাড়িতে যাচ্ছিলেন পিতা ফজলুর রহমান। নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে বাইপাইল ত্রীমোড় এলাকায় সড়কে পড়ে থাকা মাছের পানিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় ফজলুর রহমান ও তার ছেলে ইব্রাহিম। ফজলুর রহমান সড়ক থেকে ছিটকে বাইরে গেলেও ইব্রাহিম সড়কের ভেতরেই পড়ে থাকে। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক ইব্রাহিমের চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানায়, ঘটনা স্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close