দেশজুড়ে

ট্রাফিক পুলিশ কর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) বিকেলে হাজারী রোডের মহাসড়কের মাথায় শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ার আশিক মঞ্জিল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল আজম একাই ঘরে থাকতেন। তার স্ত্রী সন্তানসহ পরিবার ঢাকায় থাকেন।

গত শুক্রবার রাতে সফিকুল আজম নিজ কর্মস্থল ছাগলনাইয়া উপজেলা থেকে ফেনী শহরের ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায় আজ দুপুরে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন।

এসময় কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ওই পুলিশ কর্মকর্তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবু বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়। গত দুই বছরেরও বেশী সময় তিনি ফেনীতে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close