দেশজুড়ে

ট্রেনের শিডিউল বিপর্যয়; ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদযাত্রায় আজ (২ জুন) রোববার ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছাড়ান কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে কমলাপুর রেলস্টেশন ছাড়বে। সকাল ৬টায় ধূমকেতু ও সুন্দরবন  এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সোয়া ৮টায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, দেরি হওয়ার কারণ হলো ট্রেনগুলো কমলাপুরে পৌঁছতেই দেরি করছে, ফলে ফিরতি ট্রেন হয়ে সেটির কমলাপুর ছাড়তে দেরি হচ্ছে। সারাদিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭ টি আন্তঃনগরসহ ৫২টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close