দেশজুড়েপ্রধান শিরোনাম

ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে আড়িখোলা রেলস্টেশনের টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন ও বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর। তারা স্থানীয় হা-মীম গ্রুপের শ্রমিক ছিলেন।

নরসিংদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সকালে ওই দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদার্ত্তী এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে খঞ্জনা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে সুরমা মেইল ট্রেন চলে আসে। এ সময় জেসমিন ও শাহীনুর খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিল। দুই দিক থেকে তারা ট্রেন আসতে দেখে ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ স্বজনরা নিয়ে গেছে।

হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে নিহত জেসমিন ও শাহীনুর হা-মীম গ্রুপে শ্রমিক হিসেবে চাকরি করতেন।

Related Articles

Leave a Reply

Close
Close