দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ের করোনায় বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের ইয়াকুব আলী (৭০) মারা যান। একই সময়ে ছেলে আজগর আলী (৫৫) গুরুতর অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ নেয়া হয়। এর ৪ ঘন্টা পরই রাত সাড়ে ১২টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ছেলে আজগর আলীও মারা যান।

বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আজগর আলী হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জনায়, ইয়াকুব আলী কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুন তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। উপসর্গ দেখে সেখানের চিকিৎসক তাঁর করোনা পরীক্ষা করতে পরামর্শ দেন। পরে স্বজনেরা ইয়াকুব আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিকে করোনা উপসর্গ দেখা দিলে গত ৩০ জুন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আজগর আলীর নমুনা পরীক্ষা করেন। নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের পর সেদিনই তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, জেলায় শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ সময় করোনা আক্রান্ত হয়ে জেলার কেউ মারা যাননি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫ জন। মারা গেছেন মোট ৮৩ জন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close