ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

ডাকঘর সঞ্চয়পত্রে সুদের হার কমলো

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যাংক সুদের হার কমানোর পর এবার ডাকঘর সঞ্চয়পত্রের ওপর সুদের হারও কমালো সরকার।

এখন থেকে ৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রে  ৬ শতাংশ সুদ পাওয়া যাবে। এত দিন যা ছিল ১১ দশমিক দুই আট শতাংশ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে এক বছর মেয়াদে সঞ্চয়পত্রে সুদহার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ, যা আগে ছিল ১০ দশমিক দুই শূণ্য শতাংশ। এছাড়া দুই বছর মেয়াদের সঞ্চয়পত্রে সুদহার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫ শতাংশ। আগে যা ছিল ১০ দশমিক সাত শূণ্য শতাংশ। তবে ডাকঘর সঞ্চয়পত্র ছাড়া অন্য সঞ্চয়পত্রে সুদহার কমায়নি সরকার।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close