শিল্প-বানিজ্যশেয়ার বাজার

ডিএসই’র লেনদেন কমেছে, বেড়েছে সিএসইতে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৭ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৭২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

সিএসইতে ৪৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি টাকার।

Related Articles

Leave a Reply

Close
Close