দেশজুড়েশিক্ষা-সাহিত্যসাভারস্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী উখেংনু রাখাইন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার(২৭ জুলাই) বেলা চারটার দিকে অসুস্থ অবস্থায় তার বাড়ি কক্সবাজার থেকে চট্টগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

উখেংনু রাখাইনের বাবা মংবা অং মংবা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখেংনু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলেন। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে তার মৃত্যু হয়।

উখেংনু রাখাইনের সহপাঠিরা বলেন, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখেংনুকে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close