দেশজুড়ে

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন মেয়র

ঢাকা অর্থনীতি ডেস্কঃডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার গুলশান ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

সরকারি সব সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সার্বিকভাবে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ করা খুব কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ডেঙ্গু চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close