দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্তদের অনেকেরই ঈদ কাটছে হাসপাতালে

ঢাকা অর্থনীতি ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার হাসপাতালের বেডেই কাটছে অনেকের ঈদ। সারা দেশে আজও ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সেবা দিতে ডাক্তারসহ সংশ্লিষ্ট সবারই ঈদ কাটছে কর্মব্যস্ততায়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে, এমন আশংঙ্কা থেকে সরকারি হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত তিন দিনে রোগী ভর্তির হার কম। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ২৭১জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সূত্র অনুযায়ী সারা দেশে ডেঙ্গুর সামগ্রিক অবস্থা:

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা-২০৯৩।
এ পর্যন্ত মৃতের সংখ্যা-৪০।
বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা-৮০০৬।
ছাড়পত্র প্রাপ্ত রোগী-৩৫২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আজাদ বলেছেন, ঈদ উপলক্ষ্যে অনেক লোক ঢাকার বাইরে গেলেও ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও জানান, যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে, তবে থেমে থেমে বৃষ্টি হলে ডেঙ্গুর প্রভাব বাড়বে।

Related Articles

Leave a Reply

Close
Close