দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে উত্তরবঙ্গগামী অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঘন কুয়াশার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মালবাহী ট্রাক চালকরা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন তারা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close