করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাস্ক কেলেঙ্কারিতে গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (জেসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

করোনা মহামারিতে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের চিকিৎসার জন্য নকল এন-৯৫ মাস্ক দিয়েছে অভিযোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলাটি (নাম্বার-৩১) দায়ের করেন। মামলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে আসামী করা হয়।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close