দেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়। সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এ ধর্মঘট এখনও চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ছোট কিছু পরিবহন চললে সেগুলোকেও আটকে দিচ্ছে সেখানকার অবস্থানরত শ্রমিকরা।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. জিয়াউল করিম বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Close
Close