জীবন-যাপন

যে পাঁচটি স্থানে স্মার্টফোন রাখলে হতে পারে বিপজ্জনক!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্মার্টফোন ছাড়া এখন কারো চলেই না। ভোর থেকে রাত অব্দি এই ফোনই যেন সবার সঙ্গী। তবে এটা জানেন কি, এমন কিছু স্থান রয়েছে যেসব স্থানে মোবাইলকে সঙ্গী করা উচিত নয়। তাহলে ফোনের ব্যাটারি নষ্টসহ ঘটতে পারে মারাত্মক বিপদ। জেনে নিন তবে কোন কোন স্থানে ফোন রাখবেন না-

> প্যান্টের পিছনের পকেটে ফোন রাখবেন না। আপনার যদি এমন কোনো অভ্যাস থাকে তবে পরিত্যাগ করুন। পিছনের পকেটে ফোন রাখলেও বসে পড়লে, ফোনটি হবে। বইয়ের ভাঁজেও ফোন রাখবেন না। এতে ব্যাটারি বিস্ফোরিত হয়ে বড় দুর্ঘটনাও ঘটতে পারে।

> আগুনের শিখা থেকে ফোন দূরে রাখুন। অনেক নারী রান্নাঘরে স্মার্টফোনটি রাখেন। এ ধরনের অভ্যেস খুবই বিপজ্জনক। কোনোভাবে গ্যাস বা স্টোভের আগুনের হিট লাগলে, ফোনটি ফেটে যাবে।

> সুইমিং পুলে যাওয়ার সময় ফোন সঙ্গে নেয়ার অভ্যাস থাকলে সতর্ক হোন। এমনকি সমুদ্র সৈকতে যাওয়ার সময়ও ফোন না নেয়াই উত্তম। সূর্যের সরাসরি উত্তাপে ফোন নষ্ট হওয়া অস্বাভাবিক নয়।

> হাতে গ্লাভস পরে ফোন ব্যবহার না করাই ভালো। শুনতে অদ্ভুত লাগলেও, এটা মাথায় রেখে চলা উচিত। এক্ষেত্রে ফোন গরম হয়ে যেতে পারে।

> ধাতব সংস্পর্শ এড়িয়ে চলুন। মোবাইল ফোনের ব্যাটারি ক্রোমিয়াম, আর্সেনিক বা প্যালাডিয়াম রয়েছে। এগুলো ধাতুর সংস্পর্শে এলে ক্ষয় হতে শুরু করে। কিছু ক্ষেত্রে শর্ট সার্কিট হওয়াটাও অসম্ভব নয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close