জীবন-যাপন

পুরনো প্রেম ভুলে যাওয়ার উপায় জানেন কি?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভালোবাসার টানে প্রেমের সম্পর্কে জড়ায় মানুষ। আবার সেই সম্পর্ক এমনকি ভেঙেও যেতে পারে যদি ভালোবাসায় ভাটা পড়ে! কেউ কেউ সব ঝেড়ে ফেলে নতুনভাবে জীবনের পথে পা বাড়ায়। কেউবা পুরনো প্রেম ভুলতে না পেরে সবার অগোচরে কেঁদে বুক ভাসায়। সম্পর্ক শেষ হয়ে গেলে বিমর্ষ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই বিমর্ষতা দিনের পর দিন লালন করাটা অস্বাভাবিক। জীবন যেহেতু চলমান, তাই তাকে থামিয়ে রাখা ঠিক না। কিছু উপায়ে ভুলে থাকতে পারেন পুরনো প্রেম-

বাস্তবতা ভাবুন
যদি খুব বেশি মন খারাপ হয় তবে পুরো বিষয়টিই আরেকবার ভাবুন। যে সম্পর্কটি ভেঙে গিয়েছে তা আপনার জন্য কতটা স্বস্তির ছিল? সেই সম্পর্কটি চলমান রাখলে ভবিষ্যতে আরো বড় কোনো সমস্যা হতো কি না? প্রাক্তন সঙ্গীর কাছে আপনার অবস্থান কতটা সম্মানজনক ছিল? এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। যদি আপনি সবকিছু ভেবেই সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তা নিয়ে আর দুঃখ না করাই ভালো।

নিজেকে সময় দিন
অন্যের কথা ভেবে সময় নষ্ট না করে সেই সময়টা নিজেকে দিন। সেসব কাজই করুন, যেগুলো করতে আপনার ভালো লাগে। প্রিয় কোনো লেখকের বই পড়তে পারেন, মুভি দেখতে পারেন, রান্না করতে পারেন। মূল কথা হলো, নিজেকে নিজের কাছে মূল্যবান করে তুলুন। তাহলে আর অন্যের অবহেলার কথা ভেবে মন খারাপ হবে না।

নতুন সম্পর্কে জড়ানোর আগে ভাবুন
প্রেমের সম্পর্ক ভেঙে গেলে মানুষ একাকিত্ববোধ থেকে দ্রুতই নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং এটি করতে গিয়ে বেশিরভাগ সময় ভুল করে বসে। তাই তাড়াহুড়ো না করে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন।

সৃজনশীল কাজ করুন
সৃজনশীল কাজে মন দিতে পারেন। যখন আপনি একাগ্রমনে কোনো কাজ করবেন তখন বাকিসব চিন্তা আপনার মাথা থেকে দূরে চলে যাবে। নিজের কাজটির প্রতি যত্নশীল হয়ে উঠলে অন্য কারো যত্ন না পাওয়ার কারণে আর আপনার দুঃখ হবে না।

ঘুরে আসুন
ঘুরে আসতে পারেন দূরের কোনো জায়গা থেকে। প্রকৃতির কাছাকাছি গেলে আপনাআপনিই অনেক কষ্ট ভুলে যাবেন। নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। যা হবে আপনার নতুন পথচলার মনোবল।

Related Articles

Leave a Reply

Close
Close