দেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পদ হারানোর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্যপদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা বলেছেন তিনি।

রেজওয়ানুল হক চৌধুরীর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর সভাপতি ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব ও ডাকসুর সদস্য রফিকুল ইসলাম।

উপাচার্যের কাছে দেওয়া পদত্যাগপত্রে রেজওয়ানুল বলেছেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ওই দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ জন্য আমি পদত্যাগ করতে আগ্রহী।’ এরপর উপাচার্যের কাছে সিনেট সদস্যপদ থেকে অব্যাহতি চান তিনি৷

রেজওয়ানুলের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘রেজওয়ানুলের আবেদনটি পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close