চাকুরী

তিন পদে ২৮৭ জনকে নিয়োগ দিবে দুদক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কর্মকর্তা পর্যায়ে তিন পদে ২৮৭জনকে নিয়োগ দিবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১৩২ সহকারী পরিচালক, ১৪৭ উপ-সহকারী পরিচালক ও ৮ কোর্ট পরিদর্শক পদে নিয়োগ দেয়া হবে তাদের। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

সোমবার (১৮ নভেম্বর) জনবল নিয়োগের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির সন্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অন্যদিকে কোর্ট পরিদর্শক পদের জন‌্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি ডিগ্রিধারী হতে হবে।

প্রার্থীকে ফি হিসাবে ৫০০টাকা টেলিটকের মাধ্যমে নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। এই তথ্যসহ বিস্তারিত তথ্য-উপাত্ত www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে দুদক।

Related Articles

Leave a Reply

Close
Close