দেশজুড়েপ্রধান শিরোনাম

তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন সমাধানে আগ্রহী ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে ভারত আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার ইন্টারনেটে বাংলাদেশ-ভারত ৬ষ্ঠ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধান ছাড়াও তিস্তার পানি বণ্টনের বিষয়টি দ্রুত সমাধানের দিকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। ভারত সমস্যা সমাধানের আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তে মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, উভয়পক্ষই রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উৎপত্তিস্থলে স্থায়ী প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে।

ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ-ভারত জেসিসির পঞ্চম সভাটি ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close