দেশজুড়েপ্রধান শিরোনাম

তীব্র শীতে কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২১৬ রোগী হাসপাতালে

ঢাকা অর্থনীতি ডেস্ক: টানা ছয় দিনের মৃদু শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নিম্নগামীই থেকে যাচ্ছে। কনকনে ঠান্ডায় কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষা।

এদিকে হঠাৎ ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাস কষ্ট, ডায়রিয়াসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরের জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহিনুর রহমান সরদার জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে ১৪ জন শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮ জন।

ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে চরাঞ্চলের মানুষের। এ অবস্থায় খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকেই ছুটছেন পুরাতন গরম কাপড়ের দোকানে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close