বিশ্বজুড়ে

তুরস্কে ভূমিকম্প: ৬২ ঘণ্টা পর ২ নারীকে জীবিত উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপে চাপা পড়া দুই নারীকে দীর্ঘ ৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে। দেশটির স্থানীয় গাজিয়ানটেপ সরকারি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধার পওয়া এক নারীর নাম, ফাতেমা দেমির এবং অন্যজন তার বোন মেরভি। তারা ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিলেন। দীর্ঘ ৬২ ঘণ্টা পর তাদের জীবিত উদ্ধার করা হয়।

ফাতমা দেমির (২৫) উদ্ধারকারীকে জানায়, ভূমিকম্পের সময় তার আত্মীয় হুসরা তার পাশে ছিলেন। তিনি আরো বলেন, ‘যখন ভূমিকম্প আঘাত হানে তখন একটি কংক্রিটের স্ল্যাব আমার ওপরে পড়েছিল। আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম।’

দেমির জানান, তিনি বেশ কয়েকবার হুসরাকে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার কাছে পৌঁছাতে পারেননি।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মানুষের সন্ধান অব্যাহত রেখেছে। সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। দেশ দুইটির স্থানীয় কর্মকর্তা এবং চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পে তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় দুই হাজার ৯৯২ জন মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close