দেশজুড়ে

থানায় জিডি করতে এসে পুলিশের মোবাইল চুরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্মার্ট কার্ড হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন আবদুর রহমান (৬০)। ডিউটি অফিসারের সহায়তায় জিডি করেন তিনি। কিন্তু জিডি করে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যান আবদুর রহমান।

বুধবার (২৭ নভেম্বর) সকালে এরকম ঘটনা ঘটেছে চট্রগ্রাম নগরের কোতোয়ালী থানায়। পরে সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোবাইল চোর আবদুর রহমান।

আবদুর রহমান নগরের কোতোয়ালী থানার ১ নম্বর বংশাল রোডের ওমরা মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ডিউটি অফিসারের কক্ষ থেকে মোবাইল চুরির ঘটনায় আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

ওসি মহসীন জানান, সকাল ১১টার দিকে স্মার্ট কার্ড হারিয়ে গেছে জানিয়ে থানায় জিডি করতে আসেন আবদুর রহমান। ডিউটি অফিসার তার জিডি লিপিবদ্ধ করেন। পরে আবদুর রহমান থানা থেকে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যান। পরে থানার সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শম্পা হাজারী বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close