দেশজুড়ে

কিশোরগঞ্জে চোর সন্দেহে পুলিশকে পেটাল ইজিবাইক চালকরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে পুলিশকে পেটাল ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় চোর সন্দেহে মো. সায়েম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়েছে চালকরা।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশকে উদ্ধার করে। গত দুই মাস আগে কনস্টেবল সায়েম কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা থেকে বদলি হয়ে ভৈরব থানায় যোগদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কনস্টেবল সায়েম বৃহস্পতিবার দুপুরে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি ইজিবাইকের কাছে সাদা পোশাকে অবস্থান করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ইজিবাইক চালকরা মারধর করে।

নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়ার পরও চালকরা তাকে আটক করে রাখে। এ খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন চালককে আটক করে থানায় নিয়ে গেছে।

ভৈরব থানার এসআই মোখলেছুর রহমান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইজিবাইক চালকরা বিনা কারণে চোর সন্দেহে কনস্টেবল সায়েমকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ মারধর করেছে। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। সন্ধ্যার পর ঘটনায় জড়িত কয়েকজন চালককে আটক করে থানায় আনা হয়েছে বলে তিনি জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close