শিল্প-বানিজ্যশেয়ার বাজার

দরপতন ৭৯ শতাংশ শেয়ারের

ঢাকা অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারে প্রায় দিনই দরপতনের ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৫৩ কোম্পানির শেয়ার, যার ২৭৮টিরই (প্রায় ৭৯ শতাংশের) দরপতন হয়েছে। বিপরীতে দর বেড়েছে মাত্র ৩৫টি শেয়ারের, যা লেনদেন হওয়া মোট শেয়ারের ১০ শতাংশেরও কম।

চট্টগ্রামকেন্দ্রীক দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের চিত্রও একই রকম।

মঙ্গলবারের (১৭ ডিসেম্বর) দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট হারিয়ে ৪৪১৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার পৌনে ২ শতাংশ। এ পতনে সূচক ফিরে গেছে প্রায় সাড়ে তিন বছর আগের অবস্থানে। মঙ্গলবারের এ অবস্থানের তুলনায় এ সূচকটির সর্বনিম্ন অবস্থান ছিল ২০১৬ সালের ২৭ জুন। ওই সূচক ছিল ৪৪১২ পয়েন্টে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীরা এ বাজারে বিনিয়োগে কোনো আস্থাই পাচ্ছেন না। এ কারণে শেয়ার কেনাবেচার পরিমাণও কমে এসেছে। ডিএসইতে আজ সারা দিনে ২৮১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close