খেলাধুলা

দশক সেরা একাদশে মেসি-রোনালদো

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই মাস পর শেষ হচ্ছে এ শতাব্দীর দ্বিতীয় দশক। এ এক দশকে মেসি-রোনালদো-নেইমারসহ অসংখ্য ফুটবলার ফুটবল মাঠ দাপিয়ে বেরিয়েছেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এ দশকের সেরা একাদশ নির্বাচন করেছেন।

গোল ডট কমের এ দশকের সেরা একাদশে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আধিপত্যই বেশি। এ ক্লাবের সর্বোচ্চ পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছে। এ পাঁচজন হলেন- মার্সেলো, রামোস, ভারানে, ক্রুস ও রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। বার্সেলোনার তিনজন হলেন- বুস্কেটস, আলভেজ ও মেসি। এছাড়া বাকি তিনজনের মধ্যে লেওয়ানোডস্কি ও নয়্যার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ও ডেভিড সিলভা ইংলিশ ক্লাব ম্যানসিটির।

এ একাদশ সাজান হয়েছে ৪-৩-৩ ফর্মেশনে। আক্রমণভাগের দুই উইংয়ে রাখা হয়েছে মেসি ও রোনালদোকে। আর এ দুইজনের ঠিক মাঝখানে রাখা হয়েছে লেওয়ানোডস্কি। একাদশে জায়গা হয়নি নেইমার,সালাহ ও গ্রিজম্যানদের মতো তারকাদের।

এছাড়া মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখবেন ডেভিড সিলভা, সার্জিও বুস্কেটস ও টনি ক্রুস। অন্যদিকে লেফট ব্যাক হিসেবে রয়েছেন মার্সেলো ও রাইট ব্যাকে দানি আলভেজ। আর সেন্ট্রাল ডিফেন্ডার রামোস ও ভারানে। গোলরক্ষক হিসেবে রয়েছেন ম্যানুয়েল নয়্যার।

দশক সেরা একাদশ:

গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার (জার্মানি, বায়ার্ন মিউনিখ)

রক্ষণভাগ : মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), রাফায়েল ভারানে (ফ্রান্স রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), দানি আলভেজ (ব্রাজিল, বার্সেলোনা)

মাঝমাঠ : ডেভিড সিলভা (স্পেন, ম্যানচেস্টার সিটি), সার্জিও বুস্কেটস (স্পেন, বার্সেলোনা) টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ)

আক্রমণভাগ : ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস) রবার্ট লেওয়ানোডস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ) লিওনেল মেসি ( আর্জেন্টিনা, বার্সেলোনা)

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close