বিনোদন

‘দাদি’র বিরুদ্ধে থানায় সুবহা’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলচ্চিত্রের নবাগত নায়িকা হুমায়রা সুবহা। এরই মধ্যে একাধিক সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। সম্প্রতি ‘মন বসেছে পড়ার টেবিলে’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নতুন খবর হলো- কাজের বুয়ার বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ নায়িকা। ২৬ জানুয়ারি থানায় হাজির হয়ে জিডিটি করেছেন তিনি। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন সুবহা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেওয়া স্ট্যাটাসে হুমায়রা সুবহা লিখেছেন, ‘আমার বাসার কাজের বুয়া কয়েকদিন আগে আমাদের আলমারি থেকে কিছু টাকা এবং সোনার চেইন চুরি করেন। আমি এই জন্য হাতিরঝিল থানাতে জিডি কিরেছি। অনেক বুঝিয়ে বলার পরও স্বীকার করেনি। ওনাকে আমি দাদি করে ডাকতাম, কারণ আমার আপন দাদি ১৫ বছর আগে মারা গেছেন। তাই ওনার বয়সের কোনো মহিলা দেখলে দাদি ডাকি।’

মানুষকে বিশ্বাস করাই কঠিন হয়ে গেছে উল্লেখ করে নায়িকা আরও লেখেন, ‘হয়তো লোভে পড়ে আরও বড় ক্ষতি করতে পারত আমার। হয়তো কিছু টাকা আর জিনিসের ওপর দিয়ে গেছে। প্লিজ সবাই সাবধানে থাকবেন। নিজেদের দামি মালামাল টাকা পয়সা সাবধানে রাখবেন।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close