কৃষিদেশজুড়ে

দাম কমেনি ইলিশের, স্বস্তি নেই মৌসুমি সবজিতেও

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কাঁচা বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও দাম চড়া। স্বস্তি নেই মৌসুমি সবজিতেও। আশানুরূপ ফলন না হওয়ায় দাম কিছুটা বাড়তি বলে দাবি বিক্রেতাদের। লাগামহীন মাছের বাজারও। তবে স্থিতিশীল মাংসের দাম।

 

বর্ষা শেষেও রাজধানীর কাঁচা বাজারে কমছে না সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে প্রতি কেজি গোল বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শীতকালীন সবজি শিম আগেভাগে বাজারে আসলেও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পেপে ও আলু ছাড়া ৫০ টাকার নীচে মিলছে না কোনো সবজি।

ক্রমেই চড়া হচ্ছে মাছের বাজারও। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি ইলিশের দাম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৩০০ টাকায়।

চাষের রুই ও কাতলা সাড়ে তিনশো থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও সাত থেকে ৮শ’ টাকার নিচে নেই কোনো দেশি মাছ। মাছ কম ধরা পড়ায় দাম কিছুটা বাড়তি বলে দাবি বিক্রেতাদের।

ব্রয়লার মুরগির আগের মতো প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হছে। স্থিতিশীল আছে গরু ও খাসির মাংসের দামও।

Related Articles

Leave a Reply

Close
Close