আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

দাম বেড়েছে ও কমেছে যেসকল পণ্যের

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নের পর বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তে চলেছে। এছাড়া কমবেও অনেক পণ্যের দাম।

দাম বেড়েছে যেসকল পণ্যেরঃ

সিগারেট
ই-সিম
মাইক্রোবাস
পনির, দই
শেভিং উপকরণ
পরিষ্কারক যন্ত্র
প্রসাধনী
এয়ার ফ্রেশনার
অ্যান্টি-ব্যাকটেরিয়াল পণ্য
জিআই ফিটিংস
প্রথম শ্রেণির রেল পরিষেবা
মেডিটেশন সেবা
কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই, মাস্ক
আমদানি করা ল্যাপটপ
লিফট
এয়ার কন্ডিশনার
প্রিন্টার, টোনার কার্টিজ
ব্যাংকিং

দাম কমেছে যেসকল পণ্যেরঃ

শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁর খাবারের মূল্য
লঞ্চ ভাড়া
মানবসৃষ্ট ফাইবার
ইস্পাত কাঁচামাল
কাগজ ও কাপড়
হুইলচেয়ার
হিয়ারিং এইড
এলইডি টেলিভিশন
পোষাপ্রাণীর খাদ্য
কৃষি পণ্য
পোল্ট্রি ফার্মের যন্ত্রপাতি
মুড়ি
চিনি
পাওয়ার টিলার
দেশে তৈরি মোবাইল ফোন চার্জার
ফিশ ফিড এবং পোল্ট্রি ফিড
ব্রেইল বই
মরিচা রোধক ইস্পাত
কাজুবাদাম

প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য– ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এক নজরে বাজেট:

বাজেটের আকার : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

রাজস্ব আয় প্রাক্কলন : ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

এনবিআরের লক্ষ্যমাত্রা : ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

এনবিআর বহির্ভূত কর : ১৮ হাজার কোটি টাকা।

করছাড় প্রাপ্তি : ৪৩ হাজার কোটি টাকা।

বৈদেশিক অনুদান : ৩ হাজার ২৭১কোটি টাকা।

বাজেট ঘাটতি : ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা।

এডিপিতে বরাদ্দ : ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

উন্নয়ন ব্যয়: ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭ দশমিক ৫ শতাংশ।

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা : ৫ দশমিক ৬শতাংশ।

ঘাটতি অর্থায়ন:

অভ্যন্তরীণ উৎস : ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

ব্যাংক ব্যবস্থা থেকে : ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।

ব্যাংক বহির্ভূত ঋণ: ৪০ হাজার ১ কোটি টাকা।

সঞ্চয়পত্র থেকে ঋণ : ৩৫ হাজার কোটি টাকা।

বৈদেশিক উৎস থেকে ঋণ :৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

করমুক্ত বার্ষিক আয়সীমা : ৩ লাখ টাকা।

Related Articles

Leave a Reply

Close
Close