দেশজুড়ে

দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের ২ ধাপ অবনতি: টিআইবি

ঢাকা অর্থনীতি ডেস্ক: মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ২ ধাপ অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, যা গতবার ছিল ১২তম। রিপোর্টে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪ পয়েন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন ২০২৩-এ এমন চিত্র উঠে এসেছে।

টিআইবি বলছে, ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। আগের বছর ১৪৭তম ছিলো বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে।

রিপোর্টে আরও দেখা যায়, ভরত-পাকিস্তান-শ্রীলঙ্কাসহ অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের দুর্নীতির হার বেশি। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিপিআইয়ে অন্তর্ভুক্ত ১৮০টির মধ্যে ১০৫টি দেশ বৈশ্বিক গড় ৪৩-এর কম স্কোর করেছে। অর্থাৎ বিশ্বের ৮০ শতাংশ জনগোষ্ঠীই গড় স্কোর ৪৩-এর চেয়ে কম পেয়ে সূচকের শ্রেণিবিভাগ অনুযায়ী অতি উদ্বেগজনক দুর্নীতির মধ্যে বাস করছে। আর সূচকে অন্তর্ভুক্ত দুই-তৃতীয়াংশেরও বেশি ১২২টি দেশের স্কোর ৫০-এর নিচে, যার অর্থ এসব দেশে দুর্নীতির মাত্রা উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সরকারি সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ থেকে রাজনীতির প্রভাব সরিয়ে আনতে হবে। এসময় রাজনীতিতে প্রশাসনের প্রভাব কমিয়ে আনার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, সিপিআই সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। সূচকে অন্তর্ভুক্ত কোনো দেশই এখন পর্যন্ত শতভাগ স্কোর পায়নি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close