বিশ্বজুড়ে

দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় নীল তিমির

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অস্ট্রেলিয়ায় সিডনি উপকূলে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমির। সচরাচর যাদের দেখা মেলে না। এক ফটোগ্রাফারের ক্যামেরায় এই বিরল দৃশ্য ধরা পড়ে।

সিয়ান নামে ওই ফটোগ্রাফার এমন এক দৃশ্য ক্যামেরাবন্দী করার পর, কীভাবে তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন বুঝতে পারছেন না বলে জানান।

তিনি সেই ছবি, ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন। আর যথারীতি এমন ছবি ভাইরাল হতে সময় নেয়নি।

সিয়ান ছবি গুলির পোস্টে লিখেছেন, নীল তিমি প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর এদের জিভের ওজন একটা হাতির ওজনের সমান পর্যন্ত হয়। আর এত বড় প্রাণীর হৃদ্‌যন্ত্রের ওজন একটা গাড়ির সমান হতে পারে। সর্বাধিক ১০০ টন পর্যন্ত হতে পারে এদের মোট ওজন।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদপত্র সূত্রে জানানো হয়েছে, গত ১০০ বছরে এই নিয়ে তৃতীয়বার সিডনির উপকূলে নীল তিমির দেখা মিলল।

সিয়ান গত ১৭ আগস্ট একটি ছবি ও পরের দিন ১৮ আগস্ট একটি ভিডিও পোস্ট করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close