দেশজুড়ে

দেখে দেখেও দুইবার ভুল পড়লেন স্বাস্থ্যমন্ত্রী!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেট নিয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ব্রিফিংয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি প্রেসরিলিজ দেখে দেখে পড়ার সময় করোনায় শনাক্তের সংখ্যা ২১৯ এর বদলে ২০১৯ বলেন। এমনকি তিনি পর পর দু’বার একইভাবে ভুল পড়েন।

তবে ব্রিফিংয়ের শেষ দিকে বিষয়টি তাকে কেউ ধরিয়ে দিলে তিনি ভুল শুধরে সঠিক সংখ্যাটা বলেন। দুপুর আড়াইটার দিকে এই ব্রিফিং লাইভে চলাকালীন অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর এমন ভুল নিয়ে নানা মন্তব্য করতে থাকেন।

এর আগে, পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামকে টানা দুইদিন ‘পিপিপি’ বলে সমালোচিত হন স্বাস্থ্যমন্ত্রী। আজকের ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close