দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট প্রস্তুত, থাকছে অতিরিক্ত ফেরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদে ঘরমুখো যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে এবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের ৩ দিন আগে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিসি। যাত্রী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিআইডব্লিউটিএ ,পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, বর্তমানে মোট ১৫টি ফেরি নিয়োজিত আছে। ঈদ উপলক্ষে ২০টির বেশি ফেরি থাকবে।

যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, মোবাইল কোর্টের একটি টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি অন্য ডিপার্টমেন্টের কর্মকর্তারাও প্রস্তুত থাকবে। একটি মোবাইল কোর্টও থাকবে।

যাত্রী নিরাপত্তায় ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অজ্ঞান ও মলমপার্টি রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স থাকবে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারীদের দৌরাত্ম্য যেন না থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করেন।

Related Articles

Leave a Reply

Close
Close