প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সকল বিভাগীয় উপ-সচিব ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠানো নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

আরও বলা হয়, অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত রাখা থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close