দেশজুড়ে

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রী পান্না খাতুনকে (৪৫) স্বামী সোহেব মোল্লা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে মাগুরা সদর উপজেলার গাংনি গ্রামে এ ঘটনা ঘটে।

পান্নার ভাই তরিকুল ইসলামের অভিযোগ, গাংনি গ্রামের সোহেব মোল্লার সঙ্গে ২০ বছর আগে তার বোনের বিয়ে হয়। সম্প্রতি সোহেব পান্নাকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করে। পরে বিষয়টি জানতে পেরে তার বোন প্রতিবাদ করে। শনিবার বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পান্নাকে মারধর করে সোহেব। গুরুতর আহত অবস্থায় তার বোনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষাণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত ১২টার দিকে খবর পেয়ে পান্না খাতুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহেবসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close