শিল্প-বানিজ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে ইংল্যান্ড কী করছে?

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিগত ৪০ বছরেও এত বড় মূল্যস্ফীতির মুখোমুখি হয়নি যুক্তরাজ্য। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে গেছে বিগত সব রেকর্ড। এদিকে মূল্যস্ফীতি সামাল দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে প্রতিজ্ঞাবদ্ধ ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

মূল্যস্ফীতি সামাল দিতে ইতোমধ্যে ব্যাংক সুদের হার ২ শতাংশ বৃদ্ধির চিন্তা করছে। গতকাল বুধবার (৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হুই পিল জানান, মানুষের জীবনযাত্রার মান আবারও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে যা যা করা দরকার, তা-ই করা হবে।

চলতি বছরের মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশ, যা কিনা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে বর্তমানে দেশটিতে সুদের হার বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে, যা ভেঙে দিয়েছে বিগত ১৩ বছরের রেকর্ড।

হুই পিল জানিয়েছেন, নতুন সুদের হার নির্ধারণে ভোটের ব্যবস্থা করা হবে। ধারণা করা যাচ্ছে, অতি সম্প্রতি সুদের হার আরও দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে।

এদিকে কীসের ভিত্তিতে ভোট হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর স্যার জং কুনলিফ বলেন, ‘সাধারণ অবস্থায় ফিরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে, সাধারণ অবস্থা বলতে আমরা কী বুঝি। ধরা যাক, এ বছর এ ক্যান দুধের দাম ১ ইউরো হলো, সামনের বছর সে দাম বেড়ে দাঁড়াল ১ দশমিক শূন্য ৯ ইউরো। এতে বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়াচ্ছে ৯ শতাংশ। জোর করে মূল্যস্ফীতি সামাল দেয়া যাবে না।’

ধারণা করা হচ্ছে, গত মাসে মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়ে যাবে। এ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংকটের এসপার-ওসপার না হওয়ায় দিনের পর দিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলছে। বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।

তবে পিল বলছেন, কেবল রাশিয়া-ইউক্রেন সংঘাত নয়, যুক্তরাজ্য করোনা ও ব্রেক্সিটের কারণে শ্রমিক সংকটে ভুগছে। এতে পণ্য উৎপাদনে খরচ বেড়ে গেছে। উৎপাদন খরচ বাড়ায় বেড়েছে পণ্যের দাম।

দ্রব্যমূল্য সামাল দিতে এখন পর্যন্ত সুদের হার বাড়ানো ছাড়া ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংককে আর কোনো যথাযোগ্য উদ্যোগ নিতে দেখা যায়নি। মূলত সুদের হার বাড়ালে ভোক্তাদের মধ্যে টাকা খরচের প্রবণতা কমে, বেড়ে যায় সঞ্চয়ের গতি। এতে দেশে মূল্যস্ফীতি ধাপে ধাপে স্বাভাবিকে নেমে আসবে বলে ধারণা করা যাচ্ছে।/সূত্র: বিবিসি

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close