বিশ্বজুড়ে

ধর্ষিত মেয়েকে চুপ থাকতে বলেছিলেন প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পরও নিজের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তাকে চুপ থাকতে বলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।

চার দশক পর সেই অভিযোগ সামনে নিয়ে এসেছেন হকের মেয়ে রোজলিন ডিলন। তার অভিযোগ, গত শতকের আশির দশকে বব হকের দল লেবার পার্টির এমপি বিল ল্যান্ডারইউ তাকে ধর্ষণ করেন।

বব হক ও বিল ল্যান্ডারইউ, দু’জনই এখন মৃত। আর ৫৯ বছর বয়সী ডিলন তার বাবার সম্পদ থেকে ৪০ লাখ অস্ট্রেলীয় ডলার দাবি করে মামলা লড়ছেন। বিবিসি বলছে, একটি হলফনামায় ডিলন বলেছেন, ১৯৮৩ সালে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

সে সময় বব লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তিনবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ডিলন। এরপর তিনি বাবাকে বিষয়টি জানান।

বাবা তখন উত্তর দেন- ‘তুমি এটা করতে পার না। এই মুহূর্তে আমি কোনো বিতর্ক চাই না। আমি দুঃখিত, কিন্তু আমি লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নামছি।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close