ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ; পুলিশের সাথে বিতন্ডা

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নেওয়ার দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছে গ্রাহকরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ধামরাই পৌর শহরের সর্বস্তরের জনগণ প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় মহাসড়কের এই বিক্ষোভ কর্মসূচী করেন গ্রাহকরা। এদিকে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশ সড়ক থেকে সরিয়ে দিতে গেলে বাক বিতন্ডার সৃষ্টি হয়।

ছবি: মহাসড়ক থেকে সরিয়ে নিতে চাইলে বিক্ষুব্ধ গ্রাহকরা
পুলিশের ওপার চড়াও হয়।

এসময় গ্রাহকরা ক্ষোভের সঙ্গে বলেন, ডিজিটাল এ মিটারে ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে রিচার্জ করতে হচ্ছে। ১ হাজার টাকা রিচার্জ করলে ৮৩৭ দশমিক ৩৮ টাকার বিদ্যুৎ পাওয়া যায়। বাকি টাকা থেকে মিটার ভাড়া হিসেবে ৪০ টাকা, ডিমান্ড চার্জ ৭৫ টাকাসহ ৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৭ দশমিক ৬২ টাকা কেটে নেয়া হয়।

এক মাসের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচিতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে ধামরাই থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম এর অনুরোধে বিক্ষোভ তুলে নেয় বিক্ষুব্ধ গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Close
Close