দেশজুড়ে

নওগায় খেলনা পিস্তলসহ ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে খেলনা পিস্তলসহ গোয়েন্দা পুলিশ পরিচয় দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে, মহাদেবপুর থানা পুলিশ সাংবাদিকদের জানান সোমবার রাতে উপজেলার নওহাটা মোড় এলাকায় ডিবি পুলিশ পরিচয়দিয়ে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান ও বুজুর কান্তপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানাযায়, আটককৃতরা নওহাটা মোড় একাকায় নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে একটি মুদি দোকানে ঢুকে বেকারী রুটি ও বিস্কুটের মেয়াদ নেই অভিযোগ তুলে সে সময় তার ক্যাশে থাকা কয়েক শত টাকাও হাতিয়ে নেয়।

আর ঠিক সেই মহূর্তেই নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে, প্রথমে জিজ্ঞাসাবাদ করলে ওই দুই প্রতারক নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে কাছে থাকা রিভালভার পিস্তল দেখালে এসময় দুই পুলিশ কনেস্টবল প্রতারকদের চালেন্জ করেন এবং একসময় তাদের প্রতারনার কথা শিকার করেন।

মহাদেবপুর থানার অফিসা ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, গত রাতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে একটি খেলনা পিস্তল ও এপাচী ৪ স্ট্রোক একটি ১৫০ সিসি নতুন লাল রংয়ের মোটর সাইকেলসহ আটক করা হয়েছে।

আটককৃত একজন নিজেকে ইংরেজী শিক্ষক এবং অপরজন নিজেকে কাপড়ের দোকানী বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close