দেশজুড়ে

নতুন আইন বাস্তবায়নে সড়কে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ সোমবার (১৮ নভেম্বর) থেকে মাঠে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে নগরীর বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক এনফোর্সমেন্ট এ কে এম মাসুদুর রহমান।

সোমবার বেলা ১১টায় তিনি বলেন, ‘আইন কার্যকর করতে আমরা এখন বনানীর কাকলীর দিকে যাচ্ছি। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’

এদিকে, রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আইন অমান্যে বড় ধরনের জরিমানার বিধান থাকলেও তা ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে অল্প জরিমানা এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। সোমবার থেকে এ আইন কার্যকর হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে সড়কে শৃঙ্খলার অভাব একটি বড় সংকট। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই জরিমানা ধাপে ধাপে বাড়বে।’ পাশাপাশি সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতাও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close