আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) বিকেল আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে বিভিন্ন এনজিও এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ব করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এ্যাডভোকেট নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য ও আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লাইজু আহমেদ চৌধুরী।

বক্তারা বলেন,আশুলিয়া এলাকায় অপরিকল্পিত ভাবে কলকারখানা তৈরি ও নগরায়নের ফলে পানির উৎস গুলো দখল ও দূষণ হয়ে জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে। তাই পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন প্রয়োজন।

উক্ত অনুষ্ঠানে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরাটিভ কাউন্সিল, উন্নয়ন সহযোগী টিম, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close