দেশজুড়েপ্রধান শিরোনাম

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তিন দিন পর কারণ উদঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুইপাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা।

তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম জানান, পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনার পর জি এম আব্দুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত টিম গঠন করা হয়েছিল। সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে। পাশাপাশি মসজিদের সামনের রাস্তা জলাবদ্ধতা নিরসন করতে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close