দেশজুড়েপ্রধান শিরোনাম

নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ও বিশ্বব্যাংকের প্লাটফর্ম

ঢাকা অর্থনীতি ডেস্ক: নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য করপোরেট প্রতিষ্ঠানগুলোতে বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্বব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে এসএমইএফ সাপ্লাইয়ার্স প্লাটফর্ম ফর উইমেন অন্ট্রাপ্রেনিউরস। গতকাল এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্চি মিয়াং টেম্বন। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ফরচুন-৫০০ পরিচালিত ৮০টি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, প্রতি বছর গড়ে ১ ট্রিলিয়ন ডলারের ক্রয়-বিক্রয়ের মধ্যে মাত্র ১ শতাংশ নারী-উদ্যোক্তার মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে। বাংলাদেশের নারী-উদ্যোক্তারা করপোরেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত নেই বললেই চলে। নানা কারণে নারী-উদ্যোক্তারা করপোরেট হাউজের সঙ্গে সংযুক্ত হতে পারছেন না। অপরদিকে বিভিন্ন কারণে করপোরেট হাউজগুলোও নারী-উদ্যোক্তাদের পণ্য ক্রয় করতে পারে না। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত গবেষণায় দেখা যায়, পণ্যের বাজার সংযোগ বা বাজারজাত নারী-উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাধা। বিশ্বব্যাংক ও এসএমই ফাউন্ডেশন নারী-উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এসএমইএফ সাপ্লাইয়ার্স প্লাটফর্ম ফর উইমেন অন্ট্রাপ্রেনিউরসে তথ্য সন্নিবেশিত করবে। এ প্লাটফর্ম নারী-উদ্যোক্তাদের পণ্যের বাজার খুঁজে পেতে বিশেষ করে করপোরেট হাউজগুলোতে তাদের পণ্য বিক্রি নিশ্চিত করতে সহায়তা করবে।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close